হে স্বপ্রকাশ!

দর্শনের গূঢ়ত্বে যেতে চাইছি না – কেবল সেই খ্রিস্ট-পূর্বাব্দ যুগের একজন নারীকে মনে পড়াতে চাইছি, যিনি প্রশ্ন করেছিলেন তাঁর পুরুষকে। ... অথবা, আমরা ফিরে দেখতে চেষ্টা করছি ৭০০ খ্রিস্ট-পূর্বাব্দের কোনো এক ঋষিকন্যার নির্দিষ্ট প্রক্রিয়াটিকে--যেখানে রয়েছে জল থেকে বাতাসে, বাতাস থেকে আকাশে, আকাশ থেকে আদিত্যে – ধাপে ধাপে ভাঙতে ভাঙতে সত্যকে জানবার, সত্যের শেষ সীমান্তে পৌঁছোবার এক নিরন্তর প্রয়াস। নারীর বিজ্ঞানচর্চার বিষয়ে ধারাবাহিক। (পর্ব ২)

by অমর্ত্য বন্দ্যোপাধ্যায় | 29 April, 2024 | 934 | Tags : Brihadaranyak Upanishad Stories of Gargi Maitreyi and Jajnabalkya Series on Female Scientists